বুধবার ৪ই ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ৫নং ইউনিয়নের খানপুর গ্রামের মহরুম আফতাব উদ্দিন সরদারের বড় সুযোগ্য পুত্র আলহাজ্ব গোলাম মোস্তফা (শিক্ষক) সকাল ৯,১৫ মিনিটে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রজিউন, মৃত্যু কালে তাহার বয়স ছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে খানপুর সিদ্দিকিয়া সিনিয়ার আলিম মাদ্রাসার শিক্ষাগত করে আসছেন। মায়েতীর জানাজার নামাজ আসরের নামাজের পর সম্পন্ন হয়েছে।
উক্ত জানাজার নামাজে ইমামতিত্ব করেন সাবেক জেলা আমির মুফতি মোফাশির মাও: রবিউল বাশার বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাও: শহিদুল ইসলাম মুকুল, সদর জামায়াতের আমির মাওলানা শাহদাত হোসাইন, সদর উপজেলা সেক্রেটারি মোশারফ হোসেন। খানপুর সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল আহাদ, ইউনিয়ন আমির মাওলানা মনিরুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান সবাই এ সময় বক্তব্য রাখেন।
এ সময় জানাজার নামাজে হাজার হাজার দিনে মুসল্লিরা নামাজ আদায় করেন এবং বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।