ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য ফিংড়ী অভিভাবক দলের সাথে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী দাসপাড়ায় অভিভাবক দলের সভায় ২০জন নারী অভিভাবক অংশগ্রহণ করেন।
অভিভাবক সদস্যদের দলীয় সভায় শিশুদের বয়ঃসন্ধিকালীন পরিচর্চা, অভিভাবক হিসেবে সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে নারীদের ভূমিকা, সরকারি হেল্প লাইন নাম্বার, বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অভিভাবকদের সাথে দলীয় সভা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রজেক্ট অফিসের এ্যাসিসটেন্ট ফিন্যান্স অফিসার শুভেন্দু বর, বিজনেস ডেভলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ এবং কমিউনিটি স্যােসাল ওর্য়াকার মো. মনির হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি সোস্যাল ওর্য়াকার মো. আব্দুল মান্নান।