সাতক্ষীরা
নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৬টি পদের বিপরীতে ২৭টি মনোনয়ন পত্র দাখিল
বর্তমান ডেস্ক
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৪বছর পর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শহরে নারকেলতলা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৭৬৪) এর ত্রিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছে প্রার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার দিনে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে ইউনিয়ন কার্যালয়। গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন ।গত তিন দিনে ত্রিবার্ষিক নির্বাচনে ১৬ টি পদের বিপরীতে মনোনযনপত্র বিক্রি হয়েছিল ৩৬ টি এবং সোমবার (১৮ নভেম্বর) মনোনয়ন পত্র জমা পড়েছে ২৭টি। নির্বাচনে সভাপতি পদে মো. গোলাম মোস্তফা ও মো. আমিনুর রহমান, সহসভাপতি পদে মো. রেজাউল ইসলাম রেজা ও মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. মজনুর রহমান ও কাজী ওহিদুল মাহমুদ,সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সালাম ও মো. আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক পদে বাবলুর রহমান ও এরশাদ আলী সানা, , কোষাধ্যক্ষ পদে মো. কালাম হোসেন ও শাহজাহান শেখ, অফিস সম্পাদক পদে মো. আব্দুল আহাদ ও আব্দুর রশিদ, সড়ক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন ও মামুন কবির, কার্যনির্বাহী সদস্য পদে মো. আল-আমিন, মো. রইচ উদ্দীন, মো. বেল্লাল হোসেন, শেখ মনিরুল ইসলাম, বেল্লাল মিয়া, ফরহাদ হোসেন, শাকিল হোসেন, সুশংকর কুমার দাস, নিরান চন্দ্র সাধু, জহুর আলী ও মিজানুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রভাষক আলমগীর কবীর, সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, সদস্য সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, প্রভাষক কাজী আব্দুস সবুর, এডভোকেট জাহাঙ্গীর আলম এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহিন প্রমুখ। নির্বাচনী তফসীল অনুযায়ী ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২০ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, আগামী ২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ৭ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৬৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।