ঝাউডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। শনিবার ১৬ নভেম্বর দুপুর ১টার সময় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে পথযাত্রার মধ্যদিয়ে এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নিরাপত্তা আইন ও সাংবাদিক অধিকার সনদ চাই সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আগামী ২৮শে ডিসেম্বর ২০২৪ তারিখে আয়োজিত জাতীয় মহাসমাবেশ সফল করতে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ, হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব রাসেল সরকার, অর্থ সচিব আবেদ আলী, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ ও ঝাউডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক যুগের বার্তার ঝাউডাঙ্গা প্রতিনিধি ডাঃ আবুল হোসেন, সদস্য দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার চীফ রিপোর্টার মোমিনুর রহমান সবুজ, বর্তমান সাতক্ষীরার স্টাফ রিপোর্টার জি. এম আবুল হোসেন, দৈনিক দৃষ্টিপাতের ঝাউডাঙ্গা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।