জাতীয়সাতক্ষীরা

চাকুরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ গ্রেপ্তার

বর্তমান রিপোর্ট

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দুর্ধর্ষ তালিকাভুক্ত প্রতারক গ্রুপের প্রধান আসামি- হাবিবুল্লাহ হাবিব গত একযুগেরও বেশী সময় ধরে সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল। তার নামে কালোবাজারি, দাঙ্গা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রী নিজ আয়ত্তে রাখা, অস্ত্র ব্যবসা, জমি দখল, সরকারি চাকরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ তার নামে মোট ০৯ টি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে এবং ছাত্র সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে চলে। সাতক্ষীরা এলাকায় পুনরায় প্রতারনা চক্রের জাল বিছিয়ে নতুন করে এলাকায় প্রতারক চক্রটি সক্রিয় হয়ে উঠছে বলে র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আসামি হাবিবুল্লাহ হাবিবের বিরুদ্ধে ২০১১ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হত্যাচেষ্টা সহ অন্যান্য মামলা, ২০১৫ সালে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় নারী ও শিশু মামলা, ২০২০ সালে ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানায় প্রতারনা মামলা এবং ২০২২ সালে দেবহাটা থানায় প্রতারনাসহ উক্ত আসামির নামে দেশের বিভিন্ন থানায় ছদ্ম নামে একাধিক মামলা আছে মর্মে জানা যায়। প্রতারনা মামলার গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী আসামি হওয়া সত্ত্বেও নিজেকে আত্মগোপনে রেখে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় অদ্য ইং ১৫/১১/২০২৪ তারিখ র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ধূর্ত ছদ্মবেশী প্রতারক হাবিবুল্লাহ হাবিব দীর্ঘদিন যাবৎ পলাতক এবং সম্প্রীতি সাতক্ষীরা সদর থানাধীন পলাশপোল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ১৫/১১/২০২৪ তাং সকাল ১০:৪৫ ঘটিকার সময় সাতক্ষীরা সদর থানাধীন পলাশপোল এলাকা থেকে আসামি-হাবিবুল্লাহ হাবিব (৪৩), পিতা- মোঃ আহম্মদ আলী, সাং- পাইকারা, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button