শিক্ষাসাতক্ষীরা

সাতক্ষীরায় দুদক এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা

বর্তমান ডেস্ক

সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশন-এর আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ছে। এসময় সাতক্ষীরা সদর উজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মমিনুল ইসলাম, এডভোকেট মুনীরউদ্দীন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবল। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা সদরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদক কর্তৃক প্রতিষ্ঠিত সততা স্টোর-এর মধ্যে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউট, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, দ্য পোল-স্টার পৌর হাইস্কুল, গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ, আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুল থেকে দুজন করে শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল “সততা স্টোর দুর্নীতি প্রতিরোধ কি ভূমিকা রাখছে?”। এসময় অংশ গ্রহণকারীদের মাঝে দুদক কর্তৃক শুভেচ্ছা উপহার ‘শিক্ষা উপকরণ’ বিতরণ করা হয়। এছাড়া আগামী সোমবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার প্রদান কার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button