সাতক্ষীরা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক উদ্ধার

আব্দুর রশিদ : সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১ কেজি  ভারতীয়  ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল  LSD (Lysergic Acid Diethylamide)  এবং ৫ বোতল বিদেশি মদ আটক করেছে বিজিবি।মঙ্গলবার দিবাগত  তলুইগাছা সীমান্ত থেকে  মাদক দ্রব্য গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বুধবার  প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, তৈলুইগাছা সাীমান্ত দিয়ে  বাংলাদেশের অভ্যন্তরে মজুমদার খাল দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ দল সেখানে অবস্থান নেয়।

ওই সময় এক  চোরাকারবারীকে ধাওয়া দিলে  ফেলে রাতের অন্ধকারে ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে  ১ কেজি  ভারতীয়  ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল  LSD (Lysergic Acid Diethylamide)  ৫ বোতল মদ  উদ্ধার করা হয় আটককৃত মাদকদ্রব্যগুলি আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button