কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
শেখ আহসান হাবিব কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি :শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষকরা আজ সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি, সকাল ১১ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের সামনে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের লক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য শত শত শিক্ষকের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা খাতুন, শিক্ষক নেতা মুস্তাহিদ রহমান ও মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ্বাসের নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান সহ সমিতির নেতৃবৃন্দ।