শ্যামনগরের রমজাননগরে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত
আজ ১৭ জুলাই শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের দারুসসুন্নাহ মাদ্রাসা স্টেডিয়াম মাঠে ৪ দলীয় শেখ মুয়াজ ফুটবল টুনমের্ন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। লক্ষাধিক ফুটবলপ্রেমি দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার এক পক্ষে ছিল নাইজেরিয়ান ফুটবলারদের সমন্বয়ে গঠিত উপজেলার ঈশ্বরীপুর ফুটবল একাদশ অপরদিকেও ছিল বিদেশী প্লেয়ারদের সমন্বয়ে গঠিত কালীগঞ্জ পাইলট স্কুল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা বিরাজ করায় খেলাটি পেনাল্টি শুটআউটে গড়ায়। এবং ঈশ্বরীপুর ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, রমজানগর ইউনিয়নের চেয়ারম্যান আলমামুন সহ আরো অনেকে। উদ্বোধনী ও সমাপনী বক্তৃতায় অতিথিরা যুব ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী হতে উৎসাহ প্রদান করেন।