জাতীয়সর্বশেষ খবরসাতক্ষীরা

রাজধানীতে শিক্ষার্থী-পুলিশ সং’ঘর্ষে সাতক্ষীরার আসিফ হাসান নিহত

রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে দেবহাটার আসিফ হাসান (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আষ্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে। আসিফ হাসান নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে গুরুতর জখম আসিফ হাসানকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী বলেন, নিহত আসিফ হাসান এলাকায় থাকাকালীন ছাত্রলীগের কর্মী ছিলেন। তার গোটা পরিবার আওয়ামী লীগের সমর্থক। ইউনিভার্সিটির বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নের্তৃবৃন্দ ও অপর সহপাঠীদের চাপে বাধ্য হয়ে কোটা সংষ্কার আন্দোলনে যেতে হচ্ছে বলে সম্প্রতি পরিবারকে ফোন করে জানিয়েছিলেন আসিফ হাসান। এমনকি বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি দেবহাটার আষ্কারপুরে ফিরে আসতে চেলেছিলেন তিনি। দুর্ভাগ্যবশত মা-বাবার কাছে ফিরে আসছেন লাশ হয়ে। ঢাকায় অবস্থানরত আত্মীয়-স্বজন আসিফ হাসানের মরদেহ গ্রহণ করে দেবহাটায় নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিক্ষার্থী আসিফ হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে বলেও জানান ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।

Related Articles

Back to top button