সর্বশেষ খবরসাতক্ষীরা

কালিগঞ্জে ইসলামী অর্থনীতি বাস্তবায়নে সম্মানিত ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

শেখ আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি: সুদ ভিত্তিক এই সমাজে সুদ মুক্ত একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য নিয়ে প্রত্যয় গ্রুপ অফ কোম্পানির যাত্রা শুরু হয়। সাতক্ষীরা জেলাতে বর্তমানে ৮ টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। ২০৭ জন সদস্য দিয়ে শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমানে সদস্য সংখ্যা ৩ হাজারের অধিক। আজ বিভিন্ন সদস্যবৃন্দ ও মসজিদের ইমামদের সাথে নিয়ে “কালিগঞ্জে ইসলামী অর্থনীতি বাস্তবায়নে সম্মানিত ইমামদের ভূমিকা শীর্ষক” এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুজ্জামান, সহকারি অধ্যাপক দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা ও শরিয়া বোর্ড সদস্য প্রত্যয় গ্রুপ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক নওপাড়া সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ও আমির বাংলাদেশ জামায়াত ইসলাম কালিগঞ্জ, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আজগর আলী, চেয়ারম্যান অফ প্রত্যয় গ্রুপ,  ও সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর  অফ প্রত্যয়  গ্রুপ। এছাড়া সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন আল নূর আহমেদ ইমন।

Related Articles

Back to top button