সাতক্ষীরা

সাতক্ষীরায় মাদকাসক্ত এক যুবকের হাতুড়িপেটায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর মৃত্যু

 

বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরায় ইলিয়াস (৩০) নামে মাদকাসক্ত এক যুবকের হাতুড়িপেটায় রোজিনা চুমকি (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার থানাঘাটা এলাকায় ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোজিনা চুমকি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের ইকরামুল ইসলামের মেয়ে। তিনি সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিলেন।

রোজিনার বাবা ইকরামুল ইসলাম জানান, আজ (শনিবার) সকাল ৯টার দিকে টুম্পার মাথায় আঘাত করেন প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে ইলিয়াস। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক ইনজুরি হয়েছিল। যে কারণে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button