মহান বিজয় দিবস ২০২৪ পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য বৃন্দের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামির কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমির অধ্যাপক মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ সফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,ছাত্র সমন্বয়ক আমির হামজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইউসিসি এর সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ লুৎফর রহমান। এর আগে উপজেলার সোহরাওয়ার্দী পার্কের বিজয়স্তম্ভে সকাল ৮টায় শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সরকারী গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা হয়।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close