কালিগঞ্জ
কালিগঞ্জে মহৎপুর গ্রামকে আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে সাথে বিনিময়ে সভা
শেখ আহসান হাবিব ( কালিগঞ্জ )
কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড়ার লক্ষ্যে এলাকাবাসীর সাথে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহৎপুর কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর )সকাল ১০ টায় মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিয়ের সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহর সঞ্চালনায় মতবিনিয়মের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ, তিনি বলেন আমি যে গ্রামের স্বপ্ন দেখি এই গ্রামে এসে তা পূরণ হয়েছে। তিনি হনহনিয়া ও নাটোরের সিংগার গ্রামের উদাহরণ দিয়ে বলেন গ্রামে দল থাকবে, দলাদলি থাকবে না। উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকবে। সকলে মিলে গ্রামকে সাজাতে হবে গ্রামের বিচার গ্রামেই করতে হবে। গ্রামের চোর, মাদক সেবি থাকলে তাদেরকে ভালো করতে হবে। সব ধর্মের ও সব দলের লোক থাকবে সকলে মিলে একটি আদর্শ গ্রাম গড়ে তুলতে হবে। তিনি বলেন আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে। আদর্শ গ্রামের মানুষের মূল কাজ হবে মানুষের কল্যাণে কাজ করা । আমরা কেউ থাকবো না আপনাদের কাজ করতে হবে, আমি আপনাদেরকে সহযোগিতা করব। মতবিনিয়ে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহতপুর কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল সাঈদ অনুষ্ঠানে বিশ্বের অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা জামাত ইসলামের আমির আব্দুল ওহাব, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ ,কালিগঞ্জ কলেজের অধ্যাপক অধ্যাপক মোসলিমউদ্দিন, সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ,সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা ছাত্র সমন্বয়ক রাকিব, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা জিহাদ আলী, মানবাধিকার কমিটির সভাপতি ওয়াহিদুল রহমান ছোট প্রমূখ সভায় গ্রামের সাধারণ নাগরিক সরকারি কর্মকর্তা সাংবাদিক শিক্ষক মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।