কালিগঞ্জ

কালিগঞ্জে আশ্বাস প্রকল্পের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সেনটিজাইজেশন মিটিং অনুষ্ঠিত

শেখ আহসান হাবিব 

মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের মনোসামাজিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মসমাজিক পূর্ণবাসনের  লক্ষে সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশ এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় অগ্রগতির সংস্থার সাতক্ষীরা জেলার আশ্বাস মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য শিশু একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের আওতায়  কালীগঞ্জে আশ্বাস প্রকল্পের দ্বিতীয়  ফেজের  সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সেনসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে প্রকল্প ম্যানেজার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা  অন্যা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফিরদৌস মোড়ল, ইডা সংস্থার নির্বাহী পরিচালক আখতার হোসেন প্রমূখ। সভায় উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি অগ্রগতি সংস্থা এবং  উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রকল্প ম্যানেজার মাহবুবুর রহমান জানান প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবন মান উন্নয়ন। সাতক্ষীরা জেলায় মোট ভিকটিম ৪১২ জন নারী ও শিশু পাচারের শিকার তালিকা করা হয়েছে এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় ৯২ জন নারী ৫২ জন পুরুষ ৩৬ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন আমাদের সকলের প্রচেষ্টায় বিদেশ থেকে ফেরত নির্যাতনের শিকার তাদেরকে শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button