সাতক্ষীরা
দলের মধ্যে গ্রুপিং না করার আহবান : ঝাউডাঙ্গায় বিএনপি’র মত বিনিময় সভায় বক্তারা
চীফ রিপোর্টার
সাতক্ষীরা সদরের ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ই ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি কার্যালয় চত্ত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুবদলের আহবায়ক অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশেষ অতিথি যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান সুমন, ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহজাহান বাবলু, কবিরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মোকলেছুর রহমান পলাশ, ফারুফ হোসেন, বজলুর রহমান (বজু), ছাত্রদলের শেখ আব্দুল আলিম সহ অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ‘ইদানিং দেখছি দলের মধ্যে গ্রুপিং তৈরি হয়েছে। আমরা শহীদ জিয়ার সৈনিক, জিয়ার আদর্শ লালন করি। নিজেদের মধ্যে বিভেদ-গ্রুপিং না করে দলের জন্য কাজ করি। শান্তিপূর্ণ দলকে সুসংগঠিত করতে দলের মধ্যে বিভেদ-গ্রুপিং না করার আহবান।’ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সুজন আহম্মেদ।