কালিগঞ্জ
নলতায় চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে হাজিপুর ফুটবল একাদশ জয়ী
শেখ আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় নলতা ফুটবল মাঠে লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় হাজীপুর ফুটবল একাদশ ও বাগরা যশোর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় খেলায় হাজিপুর ফুটবল একাদশ ৩ ও বাগড়া ফুটবল একাদশ 0। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-বিএনপি নেতা আজিজুর রহমান ও বিশেষ অতিথি পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ।খেলার টি পরিচালনা করছেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী সৈয়দ মোমিনুর রহমান ও মিজানুর রহমান, চতুর্থ তাপস সরকার। ম্যাচ কমিশনার সুকুমার দাশ বাচ্চু ।খেলাটি ধারা বর্ণনায় আছেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন , সিরাজুল ইসলাম ওএম আর মোস্তাক। মিডিয়া ও কো-অর্ডিনেটর আবুল কালাম বিন আকবার, খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার হাজিপুর ফুটবল একাদশ ৩- ০ গোলে যশোর বাগড়া ফুটবল দলকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।