রাজনীতি

ভারতের আগ্রাসন বাংলার মানুষ মেনে নেবে না: বিএসপি

ন্যাশনাল ডেস্ক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশবিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএসপি নেতারা।

ভারতের আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির উগ্ৰ সদস্যদের মাধ্যমে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে বিএসপি নেতারা বলেন, ভারতীয় যে কোনো আগ্রাসন বাংলার মানুষ মেনে নেবে না। তাদের আগ্রাসন রুখে দিতে মানুষ প্রতিজ্ঞাবদ্ধ।

দলটির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার।

সমাবেশে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসপি মহাসচিব বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিএসপি মহাসচিব বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী। আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে। তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে। যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দেবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবে, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে- এটা হতে পারে না।

আব্দুল আজিজ সরকার বলেন, আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনোভাবেই আপনারা আমাদের ওপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না। আমরা মনে করি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি।

তিনি বলেন, বাংলাদেশের মুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। তাই দেশের জনগণ ও দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে- কারও উসকানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোনো উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না। ধর্মীয় উগ্রতার কারণে কোনোভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।

মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন- বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী, শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম, মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব আসলাম হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পায়েল, মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, সৈয়দ মিজানুর রহমান মনির, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button