কালিগঞ্জ
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যেয়ে এসিল্যান্ড লাঞ্ছিত
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে সাইদুল বস্ত্রালয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাঞ্ছিত হয়েছে,সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ হাটের পেরিফেরিভুক্ত সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে পরিচালনা করে আসছিলেন সাইদুল বস্ত্রালয়, এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এর জন্য উপজেলা সহকারী কমিশনের (ভূমি) অমিত কুমার বিশ্বাস স্বাক্ষরিত গত ১৫-১০-২৪ ও গত ও ২১-১১-২৪ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ জারি করেন। সাইদুল বস্ত্রালয়ের কর্তৃপক্ষ শহিদুল মোড়ল ,সিরাজুল মোড়ল ইসলাম,মনিরুল মোড়ল পিতা সুরত আলী মোড়ল ১৬০৯ স্মারকে তাদের বিরুদ্ধে নোটিশ করে,নোটিশ প্রাপ্তির পর অবৈধ স্থাপনা না সরানোর কারণে ৩ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা সরকারি কমিশনার( ভূমি )অমিত কুমার বিশ্বাস ও কালীগঞ্জ থানার এস,আই শাহাদাত হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উচ্ছেদ করার সময়, নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ হয়ে উঠে কাজে বাধা সৃষ্টি করে উপজেলা সহকারী কমিশনার কে তাকে লাঞ্ছিত করে,সাইদুল বস্ত্রালয়ের সত্তা অধিকারী সাংবাদিকদের জানান তাদের দোকানে তালা ভেঙ্গে তাদের দোকানের মালামাল ও ক্যাশ বক্স ক্ষতিগ্রস্ত হয়, এ ঘটনায় নাজিমগঞ্জ ব্যবসায়ীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলনের কক্ষে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাইদুল বস্ত্রালয়ের স্বত্বাধিকারী শহিদুল মোড়ল ও মনিরুল মোড়ল উপস্থিত হয়ে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল জানান সরকারি কাজে বাধা দেওয়ার জন্য দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং অবৈধভাবে স্থাপনা সরানো হবে, এ সময় উপস্থিত নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুল করিম ও সদস্য সচিব আমিনুর রহমান (মুন্না) জানান অবৈধ স্থাপনা আগামী ১৫ দিনের মধ্যেও সরিয়ে নেওয়া হবে, এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জের দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী ক্যাপ্টেন রাশেদ, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সহ নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ।