সাতক্ষীরা সদরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ১১ বছরের শিশুকে যৌন উত্তেজক ছবি দেখিয়ে বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেওয়ার এক ব্যক্তির নামে যৌন হয়রানির অভিযোগে ঐ শিশুর মানসিক স্বাস্থ্য সহায়তা সভা হয়েছে। ১লা ডিসেম্বর বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স-এনসিটিএফ সদস্য রিমি ও সুদিপ্ত, ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি হুমাইরা জামান, সাজেদা পারভীন ও মনির হাসান, আইন ও সালিশ কেন্দ্র আজহারুল ইসলাম, ওন-স্টপ ক্রাইসিস সেল-ওসিসি পিও আব্দুল হাই সিদ্দিক ও জেলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান ভিকটিমের বাড়ি ও ঐ আবাসনে ১০ শিশুর মাঝে শিক্ষা উপকরণ, সরকারি বিভিন্ন সহায়তার লিফলেট, গাছের চারা বিতরণ করেন। এছাড়া ঐ শালাখাডাংগা আবাসনের ৩১টি ঘরের নারীদেরকে আইন, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক পরামর্শ প্রদান করেন। ঐ শিশুর যৌন নির্যাতন বিষয়ে সাতক্ষীরা সদর ইউএনও ও থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close