২৯শে নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের পরানদাহ স্কুল মাঠ প্রাঙ্গনে কৃষকদলের সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এই কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল আলিম, ৭বার নির্বাচিত চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব। এবং সভাপতিত্ব করেন মো: নজরুল ইসলাম, আহ্বায়ক ইউনিয়ন কৃষকদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল। মো: মহিউদ্দিন খান শ্যামল, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ। গাজী আমিনুর রহমান মিনু, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় সংসদ। এডভোকেট মাহমুদুল আলম শাহীন সহ-সমবায়ক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল। কামরুজ্জামান বকুল সদস্য কেন্দ্রীয় কৃষক দল। রমিজ উদ্দিন রুমি সদস্য কেন্দ্রীয় কৃষক দল।
এ সময়ে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক সদর উপজেলা বিএনপি। মো: সালাউদ্দীন লিটন, ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজমুজ্জামান তাজু। ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুস সবুর শিমুল। ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,ছাত্রদলের নেত্রীবৃন্দ। মো: ইসমাইল হোসেন নিরব,সহ-সাংগঠনিক, স্বেচ্ছাসেবকদল। মো: গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক সদর উপজেলা যুবদল।মো: আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদল,বরকতউল্লাহ (বুলু)প্রমূখ।