কালিগঞ্জ

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

কালীগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর ২৪) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান। উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু উপজেলা জামায়াত ইসলামের আমির আব্দুল ওহাব সিদ্দিকী কালিগঞ্জ ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মানবিকা শীল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসেনে আরা খানম,উপজেলা জনসাস্থ্য কর্মকর্তা জুয়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াসিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খায়রুল আলম, উকসা বিওপি কোম্পানি কমেন্ডর নায়েক সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম, খরমি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জুলমাত আলী।বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন,কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আব্দুল্লাহ।রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন,দক্ষিণ শ্রীপুর প্যানেল চেয়ারম্যান আম্মাদ আলী শাহ,হাজী তফিলউদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ,ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলার সমন্বয়ক রাকিব হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে চুরি ও মৎস্য ঘেরে মাছ চুরি বিষয়সহ সীমান্ত দিয়ে অবৈধ চোরা চালান প্রতিরোধ করা, অবৈধ গরু সরবরাহ বন্ধ করা,মাদক প্রতিরোধে কাজ করা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।পরে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button