সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম, সম্পাদক ইমদাদুল
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নিবাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন। ২১ নভেম্বর রাত ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাড. এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম অ্যাড. আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে অ্যাড. এম আবু বকর, সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ এমদাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মোঃ নুরুল আমিন, কোষাধ্যক্ষ পদে অ্যাড. সিরাজুল ইসলাম, সহ সম্পাদক (লাইব্রেরি বিষয়ক) পদে অ্যাড. আ ক ম শামসুদ্দোহা খোকন, সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাড. মো. শাহেদুজ্জামান শাহেদ এবং নির্বাহী সদস্যের তিন পদে অ্যাড. আসাদুর রহমান বাবু, অ্যাড. সুনীল কুমার ঘোষ ও মো. সাইদুজ্জামান জিকো নির্বাচিত হয়েছেন। এ দিকে সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অন্য কোন প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. সুলতানা পারভীন শিখা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন। এছাড়াও অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. ফেরদৌসী আরা লুসি, অ্যাড. তারক চন্দ্র মিত্র, অ্যাড. আনিছুর কাদির ময়না, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অ্যাড. এসএম মশিয়ার রহমান ও অ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।