সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে তালা কলারোয়া ১ আসনের সাবেক সংসদ সদস্য
হাবিবুল ইসলাম হাবিবের সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি’র কার্যালয় চত্বরে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপি যুগ্ন
আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক
আখতারুজ্জামান বাপ্পি, শাহাজাদ আলী বাবলু, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক ছাত্রনেতা মোখলেসুর রহমান
পলাশ, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র আলতাফ হুসাইন, ৫নং নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি এস.এম মিজানুর রহমান প্রমুখ।