তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সাথে মতবিনিময়
আবু জাফর স্টাফ রিপোর্টার
১৫ নভেম্বর জুমাবার তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের ডিরেক্টর হাফেয আ খ ম মাসুম বিল্লাহ ‘র সভাপতিত্বে ও মাহবুব আল মিছবাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল হাসেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনজুরুল হক, অধ্যক্ষ আসাদুজ্জামান, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, রুস্তম আলী, ইব্রাহীম খলিল প্রমুখ। এ সময় সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্টজনরা এ সভায় উপস্থিত ছিলেন।