জাতীয়সদরসাতক্ষীরা

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন সাতক্ষীরার কৃতি সন্তান ড. রোকনুজ্জামান

মোমিনুর রহমান সবুজ

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিভাগে অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানকে এই পদে নিয়োগ দিয়ে সোমবার (২১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে পাঁচটি শর্তে তাকে নিয়োগ দেয়া হয়েছে। এগুলো হলো: ‘ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে, ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন, বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ সোমবার এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button