মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে : যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না
আবুজাফর স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা সদর ও তালা উপজেলার সাধারণ মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না লিফলেট বিতরণ করেছেন।
১৯ অক্টোবর শনিবার সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে শুরু করে তালা উপজেলা বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছে ধানের শীষ সম্ববলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশে নতুন এক রাজনীতির সূচনা হয়েছে। মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। কোন প্রকার অসংগাঠনিক কাজ প্রশ্রয় দেওয়া হবে না। দলের মধ্যে কিছু অংশ দলের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে এবং সেই সাথে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের জেলা যুবদলের সাবেক সমন্বয় আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাধারণ এইচ আর মুকুল, কাউন্সিলর সফিকুল আলম বাবু, মাদুদ রানা সবুজ, সুমন রহমান, তরিকুল ইসলাম পল্লব, দেবাশীষ চৌধুরী, মেহেদী হাসান, আরিফ ইকবাল, জীবন, শামীম হোসেন রাজা, রিপন প্রমূখ।