শিক্ষাসাতক্ষীরা

আলিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীর মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কর্মশালা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা

”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে এর অংশ বিশেষ  বৃহস্পতিবার (১৭ অক্টোবর ‘২৪) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আক্তারুজ্জামান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা,  মোটরযান পরিদর্শক সজীব সরকার, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।
কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button