সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক নারীর ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ তারিকুজ্জামান থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ৯ অক্টোবর সকালে তার স্ত্রী তানিয়া সুলতানাকে (২১) জমিতে প্রবেশ করে বেআইনিভাবে প্রাচীর নির্মাণ করতে থাকা অভিযুক্তরা মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়।
তারিকুজ্জামান জানান, অভিযুক্তরা মোজাফ্ফার সরদার (৫৫), তার স্ত্রী অমিয়া খাতুন (৫০), মেয়ে ঝর্ণা খাতুন (৩০) এবং ফতেমা খাতুন (২২) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন জমি দখলের উদ্দেশ্যে হাতে লাঠি, রড, এবং লাঠিসোটা নিয়ে তার জমিতে প্রবেশ করে। এ সময় তার স্ত্রী তানিয়া সুলতানা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে আক্রমণ করে। অভিযোগে বলা হয়, মোজাফ্ফার সরদারের নির্দেশে তানিয়াকে লাঠি দিয়ে মাথা, হাত, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
তানিয়াকে রক্ষা করতে এগিয়ে আসা তারিকুজ্জামানের চাচাতো বোন হাসিনা খাতুন (৩৬)কেও হামলা করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, অমিয়া খাতুন ইট দিয়ে হাসিনার মুখে আঘাত করে, যার ফলে তার একটি দাঁত নড়ে যায় এবং মুখে গুরুতর জখম হয়।
এছাড়াও তানিয়া ও হাসিনাকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করার অভিযোগও রয়েছে। অভিযুক্তরা তানিয়ার গলায় থাকা সোনার চেইন এবং হাসিনার কান থেকে সোনার দুল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা এ ঘটনার সাক্ষী বলে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি|