কালিগঞ্জ

কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত এক ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক এক

আহসান হাবিব কালিগঞ্জ প্রতিনিধি

উপজেলার নলতায় ছিনাইকারীর গুলিতে  এক ব্যবসায়ী যখম হয়েছে।অস্ত্র গুলিসহ জনতার হাতে আটক এক সন্ত্রাসী। থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, গত শনিবার (৫ অক্টোবর) রাত অনুঃ ১১টায় উপজেলার নলতা বাজারের এক বিকাশ ব্যবসায়ী বাসায়  যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে শাহ আলম ( লাভলু) গুলিবিদ্ধ হয়। সে দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামের নাজির আলীর ছেলে। আহত হয়েছে একই গ্রামের আব্দুল বারীর ছেলে ওহিদুল ইসলাম। এসময়ে লাভলু ও ওহিদুলের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী বেরিয়ে ধাওয়া করে পুর্ব পাইকাড়া গ্রামের নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। আটকৃতের নিকট থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলী উদ্ধার করে ধৃত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ লাভলু সাতক্ষীরা মেডিকেলে ও গণপিটুনির শিকার হৃদয় পুলিশ হেফাজতে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় এ প্রতিনিধিকে জানান, ছিনতাইয়ের ঘটনায় আটক ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গুলির শব্দে ও স্থানীয় বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকন মেম্বরের পরিবার এবং প্রতিবেশীদের প্রতিরোধে ছিনতাইকারী আটক হয়। তদন্ত ছলছে।  থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button