কালিগঞ্জশিক্ষা

কালিগঞ্জে ৮০ জন শিক্ষক-শিক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  শিক্ষকদের বিদায় সাংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা শিক্ষক সমিতির ভবনে সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ  অফিসার নাজিম উদ্দীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর আনোয়ার কবীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান,  কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান, বিদায়ী প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদায়ী (অবসরপ্রাপ্ত) ৪৩ জন প্রধান শিক্ষক ও ৩৭ জন সহকারী শিক্ষকসহ মোট ৮০ জনকে সন্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এসময়ে উপজেলার ১৩৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button