সাতক্ষীরা
সাংবাদিক হৃদয়কে হত্যার হুমকির নিন্দা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের
শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক হৃদয় বার্তা” পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় গভীর উদ্বেগ ও উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
সাংবাদিক হৃদয় এর হুমকির বিষয়ে ইতি মধ্যে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। বিষয়টি পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে বলে নেতৃবৃন্দ জোর দাবী জানিয়েছেন।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।