সাতক্ষীরা

বাঁশদহা ইউনিয়নের জামায়াতের অফিস উদ্বোধন।

 

বাঁশদহা ইউনিয়ন প্রতিনিধি :  সাতক্ষীরা জেলা সদরের ০১ বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে জামায়াতের অফিস উদ্বোধন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির (সভাপতি) মাওলানা এটিএম নাজমুলহুদা, সেক্রেটারি ওসমান গনী। ০৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সিরাজুল ইসলাম। সেক্রেটারি আহাদ। রেউই মাঝের পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শাজাহান আলী।মাওলানা গফফার (শিক্ষক), নজরুল ইসলাম, আনিসুর রহমান, বদরুরজ্জামান(রাজিব), শাজাহান আলী, গোলাম সরোয়ার সহ জামায়াতে কর্মীবৃন্দ। এ সময় নেতা কর্মীরা দীর্ঘ ১৫ বছর চলা দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন। নেতা কর্মীদের জুলুম অত্যাচারের বিষদ বিবারন দেয়।এসময় ০৩নং রেউই, ০৪ কামারবায়সা,০৫ পাঁচরখি ওয়ার্ড কমিটি এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।এবং তারা দলের সকল নেতাকর্মীদের এক হয়ে সংগঠনের জন্য কাজ করার আহ্বান করেন। এবং জাতীয় নির্বাচনের জন্য সকল নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে কাজ করার উদার্থ আহ্বান জানান। বিগত সরকারের সময় যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছিল সেগুলোর যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে ও খেয়াল রাখতে বলেন। সকল ধরনের হিংসা বিদ্বেষ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলাম কে সংঘবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলেন।

Related Articles

Back to top button