আশাশুনির মুস্তাকিমের লা’শ ক’ব’র থেকে উঠিয়ে ময়না তদন্তের দাবী
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মুস্তাকিম কারিগরের লাশ কবর থেকে উত্তোলন পূর্বক ময়নাতদন্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১.৩০ টায় চাম্পাফুল স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, গোদাড়া গ্রামের এস এম মহিউদ্দিন, নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল, শিক্ষক হাসান প্রমুখ। বক্তাগণ বলেন, মুস্তাকিম কারিগর একজন মেধাবী কলেজ শিক্ষার্থী ছিলো। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। থানা পুলিশকে না জানিয়ে মৃতদেহ তড়িঘড়ি করে তার পিতা রাজ্জাক কারিগর ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন। এনিয়ে স্থানীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ ও মানববন্ধন করা হলেও মুস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনের কোন সমাধান করতে পারেনি থানা পুলিশ। বাধ্য হয়ে নিহত মুস্তাকিমের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে মুস্তাকিমের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে আসামী করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ০৮ (আশাঃ) এ মামলা দায়ের করেন। বক্তারা আরোও বলেন, মুস্তাকিমকে পরিকল্পনামাপিক হত্যা করা হয়েছে। মৃত্যু ঘটনার কিছুদিন আগে তাকে হত্যা করার আশঙ্কার কথা চাচাতো ভাই গোলাম রসুলকে বলেছিল বলে জানান হয়। বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালেও শেষ রক্ষা করা পারেনি তারা। মানববন্ধন অংশগ্রহণকারিরা নিহত মুস্তাকিম কারিগরের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার দাবী জানান। একই সাথে হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।