সর্বশেষ খবরসাতক্ষীরা
আশাশুনির সাবেক উপজেলা চেয়ারম্যান আটক, ৪ বোতল বিদেশী মদ জব্দ
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএমডি মোস্তাকিমের বাড়িতে অবৈধ মাদক দ্রব্য রাখার অভিযোগে আটক করেছে যৌথ বাহিনী। ২০ আগষ্ট মঙ্গলবার বিকালে বাড়ির সামনে থেকে যৌথ বাহিনী তাকে আটক করে।পরে সন্ধ্যায় থানা থেকে তাকে নিয়ে চাপড়ার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে বিদেশী ৪ বোতল মদ জব্দ করে যৌথ বাহিনী।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার এস আই বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।