সাতক্ষীরা

বেতনা নদী খননে অনিয়ম ও ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে ঝাউডাঙ্গা মানববন্ধন

মোমিনুর রহমান সবুজ: সাতক্ষীরায় বেতনা নদী খননে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর শাখা কর্মকর্তা জহিরুল ইসলাম ও সাব-ঠিকাদার আনন্দ বিশ্বাসের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও উচ্ছেদকৃত ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ আগস্ট বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা পাকা ব্রিজের উপর স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা উচ্ছেদকৃত ভূমিহীন পরিবারগুলোর দুর্দশার কথা তুলে ধরে বলেন, এই বর্ষা মৌসুমে পরিবারগুলো বসতঘর হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে দিন-রাত কাটছে তাদের। অনাহারে, অর্ধাহারে দিন কাটছে তাদের। বৃষ্টির মধ্যে শিশুদের কোলে জড়িয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে পরিবারগুলো। বক্তারা আরও বলেন, ৩০-৪০ বছর আগে এসব পরিবার জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে ভিটে-মাটি হারিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকাসহ পাশ্ববর্তী এলাকায় বেতনা নদীর পাড়ে খুপড়ি ঘর বেধে বসবাস শুরু করেন। কেউ ভ্যান চালায়, কেউ জোগাড়ি দেয়, কেউ দিনমজুরের কাজ করে। কেউ স্বামী পরিত্যাক্তা, কেউ বিধবা, কেউবা প্রতিবন্ধী। তাদের যাওয়ার কোনো জায়গা নেই বলেই তারা খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সংশ্লিষ্টরা সরকারকে প্রকৃত তথ্য সরবরাহ না করায় আজ পরিবারগুলো পথে বসেছে। শুধু ঝাউডাঙ্গায় নয়, এমন হাজারো পরিবার এখনো সাতক্ষীরা জেলায় রয়েছে, যারা ভূমিহীন। যাদের থাকার নিরাপদ জায়গা নেই। নদীর পাশে খুপড়ি ঘর বেধে জীবনযাপন করছেন। কিন্তু তাদের পুনর্বাসনের কথা বিবেচনায় না করে সাতক্ষীরাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। তাই অবিলম্বে উচ্ছেদ হওয়া ভূমিহীন অসহায় মানুষকে পুনর্বাসন করতে হবে। সাথে সাথে দ্রুত নদী খনন কাজ সম্পন্ন করার জোর দাবি জানান তারা।

উপস্থিত ভূমিহীন বিধবা মোসলেমা খাতুন অশ্রু চোখে বলেন, ” আমি মাছ বাজারে কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করি। নদীর পাড়ে ছোট্ট একটা টালির ঘরে বসবাস করতাম। হঠাৎ একদিন কোনো নোটিশ ছাড়ায় এস্কেভেটর মেশিন দিয়ে ঘর ভেঙে দিল। ঘরের কোনো জিনিস বাহির করার কোনো সুযোগ দিল না তারা। তাদের পা জড়িয়ে ধরেও আমার ঘর রক্ষা করতে পারিনি। ঘর হারিয়ে এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমরা কী এ দেশের নাগরিক না, সরকারের পক্ষ থেকে আমরা কেন ঘর পাইনা?”। ফলে ঝাউডাঙ্গা এলাকার অসহায় ভূমিহীন পরিবার গুলো রক্ষার্থে দ্রুত উচ্ছেদকৃত ভূমিহীনদের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সচেতন নাগরিক মহল।

Related Articles

Back to top button