সাতক্ষীরা

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, জাহিদ সভাপতি

  • রিপোর্টার: মোমিনুর রহমান সবুজ

সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক মো: সিরাজুল ইসলামের স্বাক্ষরিত ৪ সদস্য বিশিষ্ট এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের বিঅ-৬/৪৯৩৯/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১৮০৭৩ তাং ০১-০৭-২০২৪ নং স্মারকে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রবিধানমালা, ২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীন অনুসারে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন তিনি। কমিটির সভাপতি পদে জাহিদ হোসেন (ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি), অভিভাবক সদস্য মহিদুল ইসলাম বাবলু, সাধারণ শিক্ষক সদস্য শ্যামল কুমার রায় ও স্কুলের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে এ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উক্ত স্কুলের লেখা-পড়ার মান উন্নয়ন সহ সার্বিক উন্নয়ন ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়ার লক্ষ্যে রবিবার ২৮ জুলাই বেলা ১১টায় প্রধান শিক্ষকের কক্ষে এডহক কমিটির নতুন সভাপতিকে বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, যুবলীগনেতা সোহরাব হোসেন সাজু, জাতীয় পার্টি নেতা আব্দুল মালেক, ইখতিয়ার হোসেন, প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, প্রভাষক হাসান মাহমুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। এসময় নতুন সভাপতি স্কুলের সার্বিক উন্নয়নে স্কুল গভর্ণিং বডির সদস্য ও স্কুল শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং তার পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Related Articles

Back to top button