ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পূর্ণ হলো দেড় হাজার রোগীকে রক্তদান
“সমাজের প্রয়োজনে বারে বারে, ছুটবো মোরা দ্বারে দ্বারে” এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ২০১৫ সালে ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে এ সেচ্ছাসেবী সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার ৮ বছরে দেড় হাজারের অধিক মানুষকে রক্ত দিয়ে সহায়তা করে গৌরব অর্জন করায় বুধবার ১৭ই জুলাই সন্ধ্যায় ঝাউডাঙ্গা পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসপাতালে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সুজিত রায়, বিশেষ অতিথি সংগঠনের সহ-সভাপতি জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য নিতাই, সাহেদ, রায়হান, কামরুল, আকিমুল সহ সন্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে শত শত মানুষের রক্ত দানসহ বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক কাজে অংশগ্রহণ করে যাচ্ছে এ সংগঠন। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এখানের সকল সদস্য পরিচ্ছন্ন মনের ও সমমনা হয়ে সংগঠনের আদর্শ ও কর্মসূচির সাথে সম্মিলিতভাবে একমত পোষণ করে সামাজিক কাজে এগিয়ে যাচ্ছে বলে জানা যায়। রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি। বর্তমানে রক্তদাতার সংখ্যা পাঁচশোর অধিক। ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ শেখ বলেন, আলহামদুলিল্লাহ এরই মধ্যে হাঁটি হাঁটি পা করে আমাদের সংগঠনের সহায়তায় ১৫০০ রোগীর জন্য রক্তদান পূর্ণ হলো। যারা আমাদের মাধ্যমে ব্লাড ডোনেট করেছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং দুনিয়া ও আখিরাতে এর উত্তম বিনিময় দান করেন। আর যেই সমস্ত রোগীরা আমাদের মাধ্যমে সুস্থ হয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। সকলের সহযোগিতা নিয়ে মানুষের সেবা করে যেতে চাই। পরিশেষে সবার কাছে আমরা দোয়া প্রার্থী।