হাইকোর্টের আদেশে বিদ্যালয়ের সভাপতি পদে আব্দুল লতিফ বহাল
বিশেষ প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়নসহ উন্নয়নের ধারাবাহিকতা রুখতে কতিপয় কয়েকজন ব্যক্তি সাতক্ষীরা জেলার কালিগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যালয় চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে মিথ্যা অনিয়মের অভিযোগ তোলা হয়। তার প্রেক্ষিতে গত ৩০-০৬-২০২৪ তারিখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মো: সিরাজুল ইসলামের স্বাক্ষরিত একটি স্মারক লিপিতে চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের চলমান ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফকে তার পদ থেকে অব্যাহতি প্রদান সহ প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ১৩ ধারা অনুযায়ী অবশিষ্ট মেয়াদের সভাপতি নির্বাচনের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু আব্দুল লতিফ মোড়ল উক্ত স্বারক পত্রের আদেশের বিরুদ্ধে ১০-০৭-২০২৪ তারিখে মহামান্য হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে ৮৫৫৯/২৪ নং রিট পিটিশন দায়ের করেন। শুনানী অন্তে দ্বৈত বেঞ্চে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম এর উপর রুল জারি করে। একই সাথে উক্ত স্বারকপত্রের আদেশটি আগামী ১৩-০৪-২০২৫ তারিখ পর্যন্ত মহামান্য হাইকোর্ট স্থগিত ঘোষনা করে আব্দুল লতিফ মোড়লকে পুনর্বহালে এই বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করার আদেশ প্রদান করেন।