শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনির পর এবার দেবহাটায় ১৪৪


নিউজ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ৮:১০ অপরাহ্ন /
শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনির পর এবার দেবহাটায় ১৪৪

সাতক্ষীরায় বিএনপির সম্মেলন উপলক্ষে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে শ্যামনগর, কালিগঞ্জ আশাশুনির পর এবার দেবহাটায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেবহাটার গাজিরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গন তার আশে পাশের এলাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৩০ জানুয়ারি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উক্ত সম্মেলনকে কেন্দ্র করে গাজীরহাট বাজার সম্মেলন স্থানের আশে পাশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সমূহ সম্ভবনা রয়েছে।

সেহেতু ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সম্মেলন স্থল, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন বা তার আশেপাশে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার সদস্য ব্যতীত অন্য কোন ব্যক্তি কোন প্রকার শক্তি প্রদর্শণ, সভাসমাবেশ, মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পীকার ইত্যাদি ব্যবহার, সভাসমাবেশের উদ্দেশ্যে বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোন ব্যক্তি কোন প্রকার অস্ত্রসস্ত্র বিস্ফোরক দ্রব্য বহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবহাটার পূর্বে আশাশুনি, কালিগঞ্জ শ্যামনগর উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।