সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে নৌ-খাল থেকে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ঘাতক আপন ভাই আশারাফ সরদার, সোহরাব সরদার ও তার স্ত্রী সাইমা খাতুনকে সাথে সাথে অভিযান চালিয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি সামসুল আরেফিন ও সঙ্গিও ফোর্স নিয়ে ৩ জনকে আটক করে। ৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার সময় কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে । এঘটনায় বড় ভাই হোসেন আলি গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল ভতি আছে বলেও জানান। নিহত মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের ফজর আলীর ২য় পুত্র ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের সরকারি নৌ-খালে বড় ভাই হোসেন আলী ও সেজো ভাই মোশারফ হোসেন পালা দিয়ে মাছ ধরছিলেন। এসময় মেজো ভাই সোহরাব হোসেন এবং ছোট ভাই আশারাফ হোসেন তাদের বাধা দেন। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সোহরাব ও আশারাফ চাকু, কুড়াল, বাঁশের লাঠি দিয়ে অপর দুই ভাইয়ের পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, ও মেডিকেলে যাওয়ার পথে মৃত্যু বরণ করে বলে ও সাংবাদিকদের জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি সামসুল আরেফিন ।
কেড়াগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, বোয়ালিয়ার নৌ-খালকে অবমুক্ত করতে হবে। বারবার প্রশাসনকে খালের অবমুক্ত করার কথা বলেছি কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নেইনি, নিলে আজ এত প্রাণহানি হত না।