১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবারগ্রীষ্মকাল মাধবকাটিতে স্বামীর হাতে স্ত্রী খু*ন, ঘাতক স্বামী আটক - বর্তমান সাতক্ষীরা
সদরসাতক্ষীরা

মাধবকাটিতে স্বামীর হাতে স্ত্রী খু*ন, ঘাতক স্বামী আটক

চীফ রিপোর্টার

সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এই ঘটনা ঘটে। সকালে স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের নাম খাদিজা খাতুন (৩০)। তিনি সদর উপজেলার নারায়নজোল গ্রামের মৃত সিদ্দিক মালীর মেয়ে ও সম্পর্কে ঘাতক স্বামীর মামাতো বোন। ঘাতক স্বামী আমিরুল ইসলাম (৪০) মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে আমিরুলের ভাইপো আরিফুল তাদের ডাকাডাকি করে না পেয়ে কয়েকজনের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে খাদিজার মরদেহ পড়ে থাকতে দেখে। এমন কী ঘরের আসবাবপত্র ভাংচুর অবস্থায় ছিল। তখনো আমিরুল ঐ ঘরেই ছিল। সে উদ্ধারকারীদের তেড়ে হাতুড়ি দিয়ে মারতে আসলে জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। আরো জানায়, ইদানীং আমিরুল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।গতকাল চিকিৎসার জন্য একটা কবিরাজ দেখিছেন।

নিহতের খালু জাহাঙ্গীর গাজী জানান, চার মাস আগে খাদিজার সাথে আমিরুলের বিয়ে হয়। সম্পর্কে তারা মামাতো ভাই-বোন। বিয়ের পর থেকে তাদের মাঝেমধ্যে ঝগড়া হত। তাছাড়া উভয়ের পূর্বের অন্যত্র বিয়ে হয়েছিল। খাদিজার পূর্বের সংসারের দুইটা সন্তান আছে। তবে খাদিজাকে কেনো আমিরুল হত্যা করলো এর জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button