জমে উঠেছে ঝাউডাঙ্গা বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন, ভোটের লড়াই ১লা ফেব্রুয়ারী
মোমিনুর রহমান সবুজ
মোমিনুর রহমান সবুজ: দীর্ঘ এক যুগ পর জমে উঠেছে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক অঞ্চল ঝাউডাঙ্গা বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ১লা ফেব্রুয়ারী, ২০২৫ শনিবার নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে বাজার এলাকায়। সর্বত্র ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে। গভীর রাত পর্যন্ত বাজারের চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। বেড়েছে ভোটারদের কদর। দিনভর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদের বিপরীতে মোট ৩৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বাজারের মোট ভোটার সংখ্যা ১২০২জন।
এর মধ্যে সভাপতি পদে শাহজাহান কবীর(ছাতা), জিয়াদ আলী সরদার(আনারস), আক্তারুজ্জামান বাপ্পী(চেয়ার), সহ-সভাপতি পদে গোলাম রহমান(দেওয়াল ঘড়ি), আরিফ হোসেন(তলোয়ার), মশিউর রহমান(বাইসাইকেল), শফিকুল ইসলাম ময়না(তালা), সাধারণ সম্পাদক পদে আলতাফ হোসাইন(গরুর গাড়ী), আবু মুছা (প্রজাপতি), মোখলেছুর রহমান পলাশ (হরিণ), কামরুল হুদা (গোলাপফুল), আজমল হোসেন (হাঁস), সহ-সম্পাদক পদে মোখলেছুর রহমান (মাছ), আব্দুস সালাম (উড়োজাহাজ), আকবর আলী (বাঘ), সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (শাপলাফুল), আবু রায়হান রিপন (মোরগ), কোষাধ্যক্ষ পদে মোঃ ওয়ালিউল্লাহ (টিউবওয়েল), সাকিবুজ্জামান সাকিব (মই), ক্রিয়া সম্পাদক পদে আশানুর রহমান (ফুটবল), ইমরান হোসেন (ক্রিকেট ব্যাট), প্রচার সম্পাদক পদে আজহার মাহমুদ (টেলিফোন), বদরুজ্জামান বিলাশ মাইক প্রতীক নিয়ে লড়ছেন। এর মধ্যে দপ্তর সম্পাদক পদে ডা: আবু হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এছাড়া সদস্য পদে আসাদুল ইসলাম(ঘুড়ি), জহিরুল ইসলাম (হাতপাখা), জাকির হোসাইন(রিকশা), মীর আবু আলম (হারিকেন), মুক্তার হোসেন(মোবাইল), সাইদুজ্জামান বুলু (মোমবাতি), সাদ্দাম হোসেন(বাস), আনারুল ইসলাম (আম), রাজু আহমেদ (আপেল), মশিউর রহমান (কাপ-পিরিচ), ইসমাইল হোসেন টিয়াপাখি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
এদিকে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে চাচ্ছেন দোয়া ও সমর্থন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ও সুন্দর বাজার ব্যবস্থাপনার অঙ্গিকার। তবে বাজারের ব্যবয়াসীদের প্রত্যাশা দুর্নীতি-চাঁদাবাজমুক্ত, সৎ, যোগ্য ও ব্যবসায়ী বান্ধব প্রার্থীকে বিজয়ী করবেন তারা।
বাজার কমিটি পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, এবারের নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী থাকায় জোর প্রতিদ্বন্বিতা হবে। তবে নির্বাচন হবে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। নির্বাচনে কারো কোন প্রকার প্রভাব খাটোনোর সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে কঠোর নজর রাখা হবে।