১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবারগ্রীষ্মকাল কালিগঞ্জে সরকারি জমিতে অ-বৈধ স্থাপনা, দখলমুক্ত করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা - বর্তমান সাতক্ষীরা
কালিগঞ্জ

কালিগঞ্জে সরকারি জমিতে অ-বৈধ স্থাপনা, দখলমুক্ত করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা

বর্তমান ডেস্ক

কালিগঞ্জের ‘সাহেবের মোড়ে’ মালেক হাজীর মার্কেটের সামনে, কালিগঞ্জ টু শ্যামনগর হাইওয়ে রোডের পশ্চিম পাশে রোডস এন্ড হাইওয়ের সম্পত্তি দখল করে দীর্ঘদিন পাকা স্থাপনা নির্মাণ করে গরুর মাংসের ব্যবসা করে আসছিল, স্থানীয় বাবু/রাজ্জাক গং। তাদের এ অবৈধ স্থাপনা হাইওয়ে রোডের লাগোয়া, ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটতো। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার স্থাপনাটি সরিয়ে নিতে বললেও তারা কর্ণপাত করেনি। গত ১০/৪/২৫ ইং তারিখে সাতক্ষীরার জেলা প্রশাসক সমগ্র জেলায় সরকারি সম্পত্তি দখলদারদের তালিকা প্রস্তুত ও অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন। আজ  ১৫ /৪/২৫  ইং তারিখে কালিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, সাহেব মোড়ের সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে যাওয়ার পথে, অবৈধ স্থাপনাটি তখনো সেখানে বহাল তবিয়াতে দেখতে পাওয়ায়, তিনি তৎক্ষণাৎ দোকান মালিক কে সেটি ভেঙে ফেলতে নির্দেশ দেন। যার বাস্তবায়ন হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন কালে এলাকাবাসী জানায় গত ১০/৪/২৫ ইং তারিখে ইউ.এন.ও  এই অবৈধ স্থাপনাটি সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দিয়েছিলেন। যার বাস্তবায়ন আজ হলো। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button