পাটকেলঘাটা আল আমিন মাদ্রাসার ৪০বর্ষ পূর্তিতে মিলনমেলা

পাটকেলঘাটা
পাটকেলঘাটার ঐতিহ্যবাহী বাতিঘরখ্যাত ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার ৪০বর্ষ পূর্তি উৎসব এবং সাবেক শিক্ষক—শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
সাবেক শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ২ এপ্রিল বুধবার  দিনব্যাপী এ বিদ্যাপীঠে চলে নানা আনুষ্ঠানিকতা। সাবেক শিক্ষক—শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয় মাদ্রাসা প্রাঙ্গণ।
সকাল সাড়ে ৮টায় গিফট সামগ্রীর প্যাকেজ বিতারণের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান চলে  বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাকালিন সদস্য মাওলানা মমতাজ উদ্দীন উদ্বোধনী বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ।
পাটকেলঘাটা আর আমিন ফাজিল মাদ্রাসা অ্যালাসনাইন অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডাইরেক্টর জি.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দি আব্দুল খালেক।
আলোচনাসভা, অতিথিদের সম্মাননা, ব্যাগ, ও ম্যাগাজিন প্রদানের মধ্য দিয়ে দিনভর চলে মিলনমেলার কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *