সাতক্ষীরা

সেনাবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ আটক ২

বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরায় অভিযান চালিয়ে সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সাতক্ষীরা সদরের কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুচপুকুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তাতে জানানো হয়, সোমবার (৪ নভেম্বর) ভোরে লেফটেন্যান্ট সাকিবের (৩৭ বীর) নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহাজাহান আলীর ছেলে অস্ত্রব্যবসায়ী মুকুল হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে মঙ্গলবার ভোরে সদর থানা থেকে লুটকৃত অস্ত্র ও গোলাবারুদসহ একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে থেকে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে।

আটক দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ভাঙচুর, লুটপাট, ডাকাতি ছিনতাইসহ একাধিক মামলা আছে। আটক দুইজনকেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button