‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামি শরী’আহ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ঝাউডাঙ্গা উপ-শাখায় গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮শে সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ব্যাংকের ঝাউডাঙ্গা শাখায় আয়োজিত ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ঝাউডাঙ্গা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: সাদেক আলী। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জি: আব্দুর রউফ, ঝাউডাঙ্গা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক কনক কুমার ঘোষ, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল নাসের ডিউক ও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন কাতার প্রবাসী আনসারুল ইসলাম। এছাড়াও এ শাখার প্রথম ও অন্যতম গ্রাহক ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ, তরুন ব্যবসায়ী অনিক কুমার ঘোষ, মাধবকাটি বাজার ব্যবসায়ী সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল কাশেম, শরিফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: সাদেক আলী বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের প্রথম শরী’আহ ভিত্তিক ব্যাংক ‘ইসলামী ব্যাংক’ চার দশক ধরে কাজ করে যাচ্ছে। ব্যাংকটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে আসছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বর্তমানে দেশের শীর্ষ ব্যাংক স্বীকৃতি অর্জন করে যাচ্ছে। এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা দেওয়ার কারণে এ ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকদের জন্য বৈদেশিক রেমিট্যান্স সুবিধা, ডিজিটাল ব্যাংকি ও মোবাইল এ্যাপ ‘সেলফিন’ লেনদেন সহ নানাবিধ সুবিধা সংক্রান্ত সেবা আরও সহজলভ্য করার জন্য বর্তমান পরিচালনা পরিষদ কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়া দেশের বেকার তরুণ-তরুণীদের সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা সহ সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। এসময় বক্তারা ঝাউডাঙ্গা উপ-শাখাকে পূর্ণাঙ্গ শাখা হিসাবে রুপান্তরিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।’
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন মারুফ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত শাখার সিনিয়র অফিসার শামছুল হক।