সাতক্ষীরা জেলা সদরের ০১নং বাঁশদহা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের,রেউই গ্রামের বাসিন্দা মো: আতিয়ার রহমান। সকলের কাছে আতি নামেই পরিচিত। তিনি দুই কন্যা সন্তানের পিতা। দুই মেয়েই বিবাহিত, স্ত্রী নিয়ে জরাজীর্ণ মাটির বাড়িতে বসবাস আতিয়ার রহমানের। তিনি শারীরিক ভাবে অসুস্থ, চোখ, হৃদরোগ,শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত দীর্ঘদিন ধরে এই আতিয়ার রহমান। তিনি আগে ভিক্ষা করে স্ত্রী-সন্তান নিয়ে কোন রকম জীবন জাপান করতেন। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি আর বাড়ি থেকে বের হতে পারেন না এবং দুই চোখে কোন ভাবেই দেখতে পায় না,লাঠিই তার একমাএ সম্বল এখন। অসুস্থ অবস্থায় বাড়িতেই কাটছে তার মানবেতর জীবনযাপন। প্রতিনিয়ত তার ঔষধের প্রয়োজন, যেখানে তিন বেলা ঠিক মত খেতে পারছে না সেখানে ঔষধ তো বিলাসিতা মাএ। পুএ সন্তান না থাকায় তার স্ত্রী লোকের বাড়িতে কাজ করে বা মানুষের কাছ থেকে সাহায্য -সহযোগিতা নিয়ে সংসার পরিচালনা করছে। কোন রকম আয় উপার্জন ছাড়াই সংসার চলছে আতিয়ার রহমানের।সরজমিনে গেলে স্থানীয়রা বর্তমান সাতক্ষীরাকে এমনটাই জানিয়েছেন
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close