সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ময়দা ও সাবুদানা দিয়ে পুশ করা ২১০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পুশকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।২৪ এপ্রি: দুপুর ১২টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ী আতাউর রহমানের বাড়িতে এই অভিযান চালানো হয়। আটকরা হলেন, খাগড়াদানা গ্রামের কওছার মোড়লের ছেলে মো. আতাউর মোড়ল এবং শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম।শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, সেনাবাহিনীর কালীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাহিদ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের তথ্য সরবরাহ করেন ডিজিএফআই কর্মকর্তা সার্জেন্ট আল মামুন।অভিযানে পুশ করা ২১০ কেজি চিংড়ি, সিরিঞ্জ, ময়দা ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।পরে জব্দকৃত মাছের একটি অংশ কেরোসিন ঢেলে আগুনে নষ্ট করা হয় এবং কিছু ভাল মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
মুজিবর চার যুগ পরে দস্যুর আতঙ্কে সুন্দরবন ছাড়লেনফেব্রুয়ারি ২৮, ২০২৫