২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবারগ্রীষ্মকাল সাতক্ষীরায় আওয়ামী স-ন্ত্রা-সী কর্তৃক ব্যবসায়ীকে হ-ত্যার হুমকি ও মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন - বর্তমান সাতক্ষীরা
সাতক্ষীরা

সাতক্ষীরায় আওয়ামী স-ন্ত্রা-সী কর্তৃক ব্যবসায়ীকে হ-ত্যার হুমকি ও মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার তালায় পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসী হায়দার আলী কর্তৃক মৎস্য ব্যবসায়ীকে হত্যার ধামকি ও মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা পাইকগাছার বাড়–লী গ্রামের আমির আলী গাজীর ছেলে তৈয়েবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন তালার খেশরা মৌজার টুটার ঘের নামক স্থানে নিজের ও স্থানীয় জমির মালিকদের নিকট থেকে ৭ বিঘা জমি হারি নিয়ে মৎস্যহ্যাচারী পরিচালনা করে আসছিলাম। এর আগে উক্ত জমিতে ঘের পরিচালনা করতো পাইকগাছা এলাকার মৃত. এরমান গোলদারের পুত্র আওয়ামী সন্ত্রাসী হায়দার আলী। কিন্তু জমির মালিকরা তাকে আর জমি না দিয়ে আমাকে দেওয়ায় সে আমার উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ের গত ২২ ডিসেম্বর‘২১ তারিখে একটি জাল হারির কাগজপত্র প্রকাশ করে। এছাড়া আমাকে হারী দেওয়া জমির একজন মালিককে হত্যার হুমকি দিয়ে ২৮ ডিবেম্বর‘২১ তারিখে জমি গ্রহন করে। ১৫ জানুয়ারি‘২২ তারিখে পাইকগাছা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। ২৭ ফেব্রুয়ারি‘২২ তারিখে নিজ ঘরে আগুন লাগিয়ে আবারো মৌজা পাল্টিয়ে পাইকগাছা থানায় গায়েবী মামলা করে। ১ মার্চ‘২২ তারিখে হ্যাচারীর কার্যক্রম করতে কোন বাধা না দেওয়ার শর্তে সাক্ষীর মাধ্যমে চাঁদা গ্রহণ করে। ৪ মার্চ‘২২ তারিখে আওয়ামীলীগের দুই নেতা আমার কাছ থেকে চাঁদা গ্রহণ করে। ১ ফেব্রুয়ারি‘২৩ তারিখে তালা সার্কেলের কাছে অভিযোগ দায়ের করলে হায়দারের অপকর্ম অবগত হয়ে সার্কেল সাহেব (হায়দারকে) আইন মেনে ব্যবসা করতে বলেন। ৪ মার্চ‘২২ তারিখে সার্কেল সাহেব হ্যচারী প্রদর্শন করেন। কিন্তু ১৬ মার্চ‘২৩ তারিখে সার্কেল সাহেবের নির্দেশ অমান্য করে সন্ত্রাসীরা রাত ১১টার দিকে হ্যাচারীর নির্মাণ কাজে বাধা দেয়। সন্ত্রাসীদের কারণে বাঁকা বাজারের প্রতিষ্ঠিত পোল্ট্রি ফিডের ব্যবসাটিও বন্ধ হয়ে গেছে। ২৫ আগস্ট‘২৩ তারিখে রাত ১টায় বিদ্যুৎ বন্ধ করে ৯-১০ জন সন্ত্রাসী আমাকে মারপিট করে ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে গিফট তেলাপিয়ার ১৫ হাজার ব্রুড মাছ, ১৯ লক্ষ রেনু ও মনোসেক্স পোনা, ২টি অক্সিজেন মেশিন, সোলারের ব্যাটারী গায়েব হয়ে যায়। তিনি আরো বলেন ৭ ফেব্রুয়ারি‘২৫ তারিখে হায়দার গোলদার ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মিলে আমার হ্যাচারীর নিজ জমির মধ্যে গিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান চিরতরে বন্ধ করার জন্য ও উদ্ভাবনীয় বিষয় যাতে আলোর মুখ দেখতে না পায় এবং অন্য কোন বৃহৎস্বার্থে আমাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। স্থানীয় রিজিয়া খাতুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর ১২ মার্চ ২৫ তারিখে ৪টি পুকুরের সংযোগস্থানে ১৫ জন শ্রমিক দিয়ে হ্যাচারীর মধ্যে খাল খনন করে হ্যাচারী দখল করার চেষ্টা করে। এবিষয়ে তালা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। যার নং ১২৪৪। ১৬ মার্চ ২৫ তারিখে স্বাক্ষীদের সম্মুখে হত্যার হুমকি প্রদর্শন করে। এছাড়াও ওই আওয়ামী সন্ত্রাসী হায়দার এবং তার ভাইপো আমাকে অপমান করে যাচ্ছে। আমি ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নিয়ে দিশেহারা অন্যদিকে ওই সন্ত্রাসীদের অত্যাচারে চরম সংকটে দিন কাটাচ্ছি। বর্তমানে নি:শ^ হয়ে পথে বসার উপক্রম হয়ে পড়েছি। আমি যাতে হায়দারের হাত থেকে রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারি তার সু ব্যবস্থা গ্রহণের দাবিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনী ও পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার খুলনা, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button